পৃথিবীর আকার, আকৃতি ও আয়তন

  • পৃথিবীর আকৃতি : পৃথিবীর আকৃতি অভিগোলকের মতো; তবে সম্পূর্ণ গোল নয়। উত্তর ও দক্ষিণে কিঞ্চিৎ চাপা। নিরক্ষীয় অঞ্চলে ব্যাস ৭৯২৬ মাইল। কিন্তু মেরু দেশীয় ব্যাস ৭৯০০ মাইল।
  • পৃথিবীর ব্যাস :পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ১২,৭৫৭ কিমি. এবং মেরুব্যাস ১২,৭১৪ কিমি. । প্রকৃত গড় ব্যাস ১২,৭৩৫.৫ কিমি.{(১২৭৫৭ + ১২৭১৪) / ২} । আর সাধারনত গড় ব্যাস ধরা হয় প্রায় ১২,৮০০ কিমি. । সুতরাং পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬,৪০০ কিমি. ।
  • পৃথিবীর পরিধি : পৃথিবীর গড় পরিধি প্রায় ৪০,০০০ কিমি. (প্রকৃতপক্ষে ৪০,০৭৭ কিমি.) । খ্রিষ্টের জন্মের প্রায় ২০০ বছর আগে গ্রিক পন্ডিত এরাটসথেনিস মিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহরে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য বিচার করে অবিশ্বাস্য কিন্তু প্রায় সঠিক ভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন ।
  • পৃথিবীর আয়তন : আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের পঞ্চম গ্রহ ( বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের পর ) । পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় ৫১ কোটি ৫৪ লক্ষ বর্গকিলোমিটার ।
  • পৃথিবীর ওজন : পৃথিবীর আনুমানিক ওজন প্রায় ৫,৬৯৭ X ১০১৮ টন ।